হারামণি/২১
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৪৮-৪৯)
(পৃ. ৪৮-৪৯)
২১
দিবা রাতি থাক সবে বা হুঁসারি[১]
রসুল বলে এ দুনিয়ার জান ঝকমারী।
জাহের, বাতেন, শায়ফিনা[২],
গুপ্ত ভেদ সব দিলাম সিনায়[৩];
এমনি মত তোমরা সবে
দিও সবারি।
অবোধ ও অভক্ত জনা,
গুপ্ত ভেদ তারে বলোনা,
বলিলে সে মানিবে না,
করবে অহঙ্কারই।
পড়িলে আয়ুজবেল্লা[৪],
হুঁসিয়ারীর সঙ্গে, সাবধানে।