একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৪৯-৫০)
◄  ২১
২৩  ►

২২

অপারের কাণ্ডার নবিজী আমার।
ভজন সাধন বৃথা গেল নবি না চিনে।
নবি আউয়াল[] ও আখেরে[],
জাহের[] ও বাতন[],
কোন সময় কোন রূপ
ধারণ করে কোন খানে।
আসমান জমিন জলধি পবন,
নবির নূরে করিলেন সৃজন,
তখন কোথায় ছিল নবিজীর আসন,
নবি পুরুষ কি প্রকৃতি আকার।
আল্লা নবি দুটী অবতার,
আছে গাছ বীজেতে যে প্রকার,
গাছ বড় না ফলটী বড়,
তাও নাও হে জেনে।

আত্ম তত্ত্বে ফাজেল[] যে জনা,
সেই জানে সাঁইএর নিগূঢ় কারখানা,
হলেন রসুল রূপে প্রকাশ রব্বানা[],
অধীন লালন বলে দরবেশ সিরাজ সাঁইয়ের গুণে।

  1. আউয়াল=প্রথম,
  2. আখের=শেষ
  3. জাহের=প্রকাশ;
  4. বাতুন = প্রকাশ;
  5. ফাজেল=পণ্ডিত;
  6. রব্বানা=(খোদা), উপাস্য;