হারামণি/২৩
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫০)
(পৃ. ৫০)
২৩
আমার মন পাখী বিবাগী হ’য়ে ঘুরে মরো না
ভবে আসা যাওয়া যে যন্ত্রণা, জেনেও কি তা জান না।
দেহে আট কুঠরী, রিপু ছয় জনা,
মন থেকো থেকো, হুসিয়ার থেকো, যেন মায়ায় ভুল না।
কোন দিন হাওয়ারূপে প্রবেশিয়া লুট্বেরে ষোল আনা।
সাধের বাড়ী, সাধের ঘরকন্না,
সাধে, সাধে ঘর বাঁধিলাম, ঘরে বসত কল্লেম না।
যে দিন পাঁচপাচা পচিশের ঘরে দেখ্বি আজব কারখানা।