হারামণি/২৫
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫১)
(পৃ. ৫১)
২৫
অনুরাগ নইলে কি সাধন হয়
ভজন সাধন মুখের কর্ম্ম।
ও দেখো তার সাক্ষী চাতক হে
অন্য বারি খায় না সে।
ও দেখো চাতক মরে জল পিপাসায়,
চাতক থাকে মেঘের জলাশায়,
অনুরাগ নইলে কি সাধন হয়।
ঐ দেখ রামদাস মুচির ভক্তিতে
গঙ্গা এলেন চামড়ার “বাটু”তে
দেখে সাজ্ল কত মহতে।
এবার লালন কূলে কূলে বয়
অনুরাগ নইলে কি সাধন হয়।