একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫১-৫২)
◄  ২৫
২৭  ►

২৬

গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
(ঝলক দিচ্ছে যার অস্তরে)।
কিসের আবার ভজন সাধন লোক জানিত করে,
(এই ভবে লোক জানিত করে)।

বকের করণ ধরণ তাই রে হয়,
দিক্ ছাড়া তার নিরিখ ও সদায়,
ওসে পলক ভরে ভবপারে যায় সে নিরিখ ধরে।
(মানুষ যায় সে নিরিখ ধরে)।
গুরুভক্তির তুল্য দিব কি?
যে ভক্তিতে থাকে সাঁই রাজী,
অধীন লালন বলে গুরুরূপে নিরূপ মানুষ ফেরে।
(এই ভবে নিরূপ মানুষ ফেরে)।
জ্যান্তে গুরু পেলেম না হেথা,
ম’লে পাবো কথারই কথা,
অধীন লালন বলে গুরুরূপে নিরূপ মানুষ ফেরে।
(এই ভবে নিরূপ মানুষ ফেরে)।