একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫২)
◄  ২৬
২৮  ►

২৭

কেরে গাঙের ক্ষ্যাপা হাবুর হুবুর ডুব পাড়িলে।
পাপ করে কি ভাবছো মনে কাত্তিক ওলানের কালে।
কুঁতবি যখন কফের জ্বালায়,
কত তাবিজ তাগা বাঁধ‍্বি গলায়
তাতে কি তোর ভাল হবে মস্তকের জল শুষ্ক হলে।
বাই চলা দেয় ঘড়ি ঘড়ি
ডুব পাড় গে তাড়াতাড়ি
অধীন লালন বলে ডুবল বেলা চক্ষুমেলে দেখলি নারে