হারামণি/২৮
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫৩)
(পৃ. ৫৩)
২৮
সাঁইজীর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে।
লীলাতে নাইরে সীমা কোন সময় কোন রূপ ধরে।
গোঁসাই গঙ্গা গেলে গঙ্গাজল হয়,
গোঁসাই গর্ত্তে গেলে কূপ জল হয়,
গোঁসাই অমনি করে ভিন্ন জনায়
সাধুর বেশ বিচারে।
গোঁসাই আপনার ঘরে আপনি ঘুরি,
গোঁসাই সদা করে রস চুরি
জীবের ঘরে ঘরে।
গোঁসাই আপনি করে ম্যাজেষ্টারী
আপন পায় পড়ল বেড়ী
ফকির লালন বলে, বুঝ্তে পারলে
মরণ নাহি তার একই কালে।