একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫৩-৫৪)
◄  ২৮
৩০  ►

২৯

কিসের বড়াই কর রে কিসের গৌরব কর রে
মাটির দেহ লয়ে।
সে ওখানেতে দেখে এলেম কুমারেরই কুমরে
উপরে তার স্বরূপ আছেরে,
ও তার ভিতরে আগুণরে
ও কেবল পথের পরিচয় রে
মাটির দেহ লয়ে।

মনের মনুরায় পাখী গহীনেতে চড়েরে
নদীর জল শুখায়ে গেলেরে
পাখী শূন্য ভরে উড়ান ছাড়েরে
মাটীর দেহ লয়ে।
লালন শাহ দরবেশ কয় দুনিয়ার বড়াই মিছারে
দিন থাকিতে দিনের কর্ম্মরে
কেবল পরার জন্য কান্দরে
মাটির দেহ লয়ে।