একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫৪-৫৫)
◄  ২৯
৩১  ►

৩০

দৈর‍‍্যাবাজ ঘোড়া ফির্‌ছে সদাই
ভবের বাজারে।
দিবানিশি ঘোরে ফিরে
ধৈর্য্য নয় রে মানে।
সপ্ত সমুদ্র পাড়ি দিয়ে,
এল ঘোড়া শোন্য ভরে;
হায়াৎ ময়ুত জানা যাবে
সেই ঘোড়ার সাম্‌নে।
সাধন ক’ল্লে পাবি তারে,
তার জোরে ব্রহ্মাণ্ড ঘোরে;
তিনটি মায়ের একটি ছেলে,
হৈল কি প্রকারে?

সেই ঘোড়া হৈল ঘোড়া
এইড়্যা দিল বত্রিশ জোড়া,
তিনু বলে খাড়াক্‌খাড়া
যাবি কোন্ বাজারে?