হারামণি/৩
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৩৪)
(পৃ. ৩৪)
৩
কোথা আছেরে দীন-দরদী সাঁই,
চেতন গুরুর সঙ্গে লয়ে খবর কর ভাই।
চক্ষু আঁধার দেলের ধোঁকায়,
কেশের আড়ে পাহাড় লুকায়,
কি রঙ্গ সাঁই দেখ্ছে সদাই,
বসে নিগম ঠাঁই।
এখানে না দেখলাম যারে,
চিন্বো তারে কেমন করে,
ভাগ্যেতে আখের তারে,
দেখ্তে যদি পাই।
সুম্জে ভবে সাধন কর,
নিকটে ধন পেতে পার,
লালন কয় নিজ মোকাম ঢোঁর,
বহু দূরে নাই।