একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৩৩-৩৪)
◄  
  ►

যে জন দেখ্‌ছে অটল রূপের বিহার।
মুখে বলুক না-বলুক সে থাক‍্লে ঐ নেহার।
নয়নে রূপ না দেখ‍্তে পায়,
নাম মন্ত্র জপিলে কি হয়,
নামের তুল্য নাম পাওয়া যায়.
রূপের তুল্য কার।
নেহারায় গোলমাল হলে,
পড়বি মন কুজনার ভোলে,

আখের গুরু বলে ধরবি কারে,
তরঙ্গ-মাঝারে।
স্বরূপ রূপের রূপের ভেলা,
ত্রি-জগতে করেছে খেলা,
অধীন লালন বলে মনরে (ভালা,
কোলে ঘোর তোমার