হারামণি/১
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. চিত্র-৩৩)
(পৃ. চিত্র-৩৩)
হারামণি
১
আছে যার মনের মানুষ মনে সে কি জপে মালা।
অতি নির্জ্জনে বসে বসে দেখ্ছে খেলা।
কাছে রয়ে, ডাকে তারে, উচ্চম্বরে কোন্ পাগলা;
ওরে যে যা বোঝে, তাই সে বুঝে থাকরে ভোলা।
যথা যার ব্যথা নেহাৎ, সেইখানে হাত, ডলা মলা;
ওরে তেমনি জেনো মনের মানুষ মনে তোলা।
যে জন দেখে সেরূপ, করিয়ে চুপ রয় নিরালা,
ও সে লালন ভেঁড়োর লোক জানান হরি বলা,
মুখে হরি হরি বলা।