একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫৫-৫৬)
◄  ৩১
৩৩  ►

৩২

চেয়ে দেখ্ নয়নে।
ধড়ের[] কোথায় মক্কা মদিনা।

ওয়াহদিনিয়তে[] রাহা[],
ভুল যদি মন কর তাহা,
এবার হুজুরে জাতির পথ মিল্‌বে না। 
ঘুরিস কেন বনে বনে।
সদর আমলার হুকুম ভারী,
অচিন দেশে তার কাচারী।
সদাই করে হুকুম জারী,
মক্কায় বসে নির্জ্জনে!
চারি রাহা[] চারি মক্‌বুল[],
ওয়াহাদিনিয়তে রাসুল[],
সিরাজ কয় করনা উল[],
ও তুই ফিরবি লালন বনে বনে।

  1. ধড়=দেহ।
  2. ওয়াহাদিনয়ত—একত্ব; Unity of the God head;
  3. রাহা—রাস্তা;
  4. চারি রাহা—শরিয়ত, তরিকত, হকিকত, মারেফাত;
  5. মকবুল—প্রিয়।
  6. রাসুল—প্রেরিত দূত, পয়গম্বর।
  7. উল—সন্ধান।