একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫৬-৫৭)
◄  ৩২
৩৪  ►

৩৩

সামান্যে কি সে ধন পাবে।
দীনের অধীন হয়ে তারে, চরণ সাধিতে হবে 
ভজন পথে এহি হ’লো,
কত বাদশার বাদশাই গেল,

কত কুলপতি কুল খোয়াল,
শুধু চরণের আশে।
কত কত যোগী ঋষি,
তারা যোগে করে যোগ তপস্যি,
অধীন লালন ভেঁড়ে কুল নাশি
ভেঁড়ে দু-আশায় ফেরে।