একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫৮)
◄  ৩৪
৩৬  ►

৩৫

সাধ্য কিরে আমার সেইরূপ চিনিতে।
অহর্নিশ মায়া ঠুসি জ্ঞান চক্ষুতে।
আমি আর অচিন একজন,
থাকি আমরা এই দুইজন,
ফাঁকে দেখি লক্ষ যোজন,
না পাই ধরিতে।
ঈশান কোণে হামেসঘড়ি,
সে নড়ে কি আমি নড়ি,
আপনারে আপনি হাতড়ে ফিরি,
না পাই ধরিতে।
ঢুড়ে ফিরে হদ্দ হইচি,
এখন বসে খেদাই মাছি।
লালন বলে মরে বাঁচি,
কোন কাজেতে।