হারামণি/৩৬
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫৮-৫৯)
(পৃ. ৫৮-৫৯)
৩৬
যার নাম আলেক মানুষ আলেকে রয়।
শুদ্ধ প্রেম-রসিক বিনে কে তারে পায়।
রস রতি অনুসারে,
নিগূঢ় ভেদ জান্তে পারে,
রতিতে মতি ঝরে,
মূল খণ্ড হয়।
লীলায় নিরঞ্জন আমার,
আধ লীলে কল্লেন প্রচার,
জান্লে আপনার জন্মের বিচার,
সব জানা যায়।
আপনার জন্মলতা
জানগে তার মূল কোথা,
লালন কয় হবে সেথা,
সাঁই পরিচয়।