একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৬১)
◄  ৩৯
৪১  ►

৪০

আমি ভজনহীন, সাধনহীন;
কেমন করে পাব সাইজীর দীন?
সকলই করতে পার মুরশিদ,
বিচার তোমর ঠীন।
পাঁচু চাঁদের চরণ বিনে
হারাণ বাঁচে না একদিন।
দুগ্ধ হ’তে উঠে রণি, ঘোল টান্‌লে বস্তুহীন;
এমনি মতন দফ‍্ল আমাকে করলে দীনহীন।
খালি ভাণ্ড প’ড়ে রলো
মুরশিদ, কর্পূরের নাই চিন!
যেমন চাতকিনীর প্রাণ
মেঘের আড়ালে ব’সে ভাবে রাত্র দিন।
আমি ভজনহীন, সাধনহীন, কেমনে পাব
সাঁইজীর দীন?