একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৬২-৬৩)
◄  ৪০
৪২  ►

৪১

ও ঘোর অন্ধকারের ভিতরে।
আছে পঞ্চ নূরে,
নিরবধি সাথে ঘুরে;
ও ঘোর অন্ধকারের ভিতরে॥
সেই ঘরেতে রূপের থানা,
লোভি কামে যেতে মানা,
আছে নিষ্কামে পঞ্চ জনা,
সেই ঘরে।
ও ঘোর অন্ধকারের ভিতরে।
‘হায়াত’[১] মূল সাধনের মাথা,
সাধন সিদ্ধি হ’লে কবে কথা।
তার উপরে চাঁদোয়া পাতা; (কলে ঘোরে)
ও ঘোর অন্ধকারের ভিতরে।
গোলা মহর নুরছে তারা
খুলতে পারে রসিক যারা।
দেখতে পাবি রত্ন পোড়া, সাধন জোরে।
ও ঘোর অন্ধকারের ভিতরে।
(তাইরে নারে) সেইটার মাঝে,
চোষট্টি তাল ঘড়ি বাজে।
এ অধীন তার ভাব না বুঝে

আশায় ঘোরে;
ও ঘোর অন্ধকারের ভিতরে।

  1. হায়াত—জীবন।