একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৬৩-৬৪)
◄  ৪২
৪৪  ►

৪৩

আমি মলেম আহা আমায় বাঁচাও যোগে যাগে।
কাল ভুজঙ্গের ছানা,
তারা দুই মুখে ধরে দুই ফনা,
ওরে তার ওঝাই মেলে না,
কবে বরিষণ,
না রয় জীবন,
দরদী গো, প্রাণ গেল বিষের বিরাগে।
সাধ করে বড়শী গিলে,
আমি রহিতে না পারি জলে,
আমায় ডাঙ্গায় নেয় তুলে,

বড়শীর বিষম কালা,
না যায় খোলা,
দরদী গো, ছিপ দিলে মরমে লাগে।