হারামণি/৪৪
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৬৪-৬৫)
(পৃ. ৬৪-৬৫)
(৪৪)
ওরে মন আমার হাকিম হ'তে পার এবার
মন যদি হও হাকিম আমি হই চাপরাশী,
কনেষ্টবল হয়ে হাজির হই হুজুরি,
তোমার হুকুম জোরে,
আইন জারি করে,
আন্বো চোরকে ধরে করে গেরেফ্তার
ছিল পিতৃ বস্তু সত্য অমূল্য অসহ্য,
হরে নিল তায় মদন আচার্য্য,
চোরের এমন কার্য্য,
দীনুর না হয় সহ্য,
মদন রাজার রাজ্য শুদ্ধ অবিচার॥
কাম্হে দাওনা ক্ষমা মত্ত হও দু’বেলা,
রুহের[১] সঙ্গে মোহ মদনের খুব জ্বালা,
‘কোরক’ যেমন দোষী,
মিয়াদ দেও তায় বেশী,
মদনকে দাও ফাঁসি, কামকে দাও দ্বীপান্তর।
ভাই বন্ধু দারা লুত আত্ম পরিজন,
সময়ের বন্ধু তাঁরা অসময়ে কেউ নন,
দিয়ে চোরের সঙ্গে মেলা,
হয়ে মাতোয়ালা
পেয়ে চাবি তালা, ভাঙ্গলে আমার দ্বার।
- ↑ রুহ—আত্মা।