হারামণি/৪৯
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৬৭-৬৮)
(পৃ. ৬৭-৬৮)
৪৯
ওরে ঘর দেখে মরি এঘর বাঁধেছে কোন ধনী,
দুই খুঁটী পরিপাটী মধ্যে আগুণ পাণি,
ঘরের নয় দরজা, দেখ্তে মজা, বাতাস বয় রাত দিনই,
ওরে বাতাস বন্দ হলে সে ঘর থাকবে না ত’ জানি।
সে ঘর আগুণে পোড়ে না, পানিতে পচে না
বলবো কি আঞ্জব লীলা বিধির কী কারখানা,
আমি “খুচি” দিয়ে রাখবো সার্যা ঘরামী মেলেনা।
ঘরের মধ্যে ব্যক্তি বহুজন,
কেউ কাণা কেউ কানে শোনে না, এওত বিলক্ষণ।
আমি মেছেল চাঁদ ঘরে বসে করছি আনাগোণা,
সাধের ঘর ফেলে যাবো এওত এক ভাবনা;
ওরে যে না জানে ঘরের সন্ধান সেওত এক আধলা কাণ৷
তোরা দিন থাকিতে মুবশিদ ধার করগে জানা শোনা।