হারামণি/৫০
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৬৮)
(পৃ. ৬৮)
৫০
আমি দেখে এলেম সৎ গুরুর হাটে।
আমার মন প্রাণ হরে নিল প্রেমের বরিষণে।
একে মোর জীর্ণ তরী,
বোঝাই তাই হয়েছে ভারী,
সাধনের করণ ভারী
বোঝগে সাধুর কাছে।
খেজমত কয় গেল বেলা,
ছাড় ভাই রসের খেলা,
খেজমত সাঁইএর যুগল-চরণ
নিম তৈলিরো ঘাটে।
আমি দেখে এলেম সৎ গুরুর হাটে।