একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৬৯-৭০)
◄  ৫০
৫২  ►

৫১

বাদী মন! কারে বলরে আপন
যারে বল আপন
আপন নয় সে নিশির স্বপন
পর কখনো হয়রে আপন?
(ওরে পাগল মন!) কারে বলরে আপন। 
এক দেড়াকে[] পঞ্চ পাখী,
তারা আছে পরম সুখী,
বেলা গেলে চোলে যাবে
যার যেখানে মন।
কারে বলরে আপন (ওরে পাগলা মন!) 
সকাল বেলা হাটে চলো,
যার যে স’দা সে সে করে।
বেলা গেল সন্ধ্যা হল,
আঁখি হল ঘোর।[]
কারে বলরে আপন। (ওরে বাদী মন।) 
আট কুঠুরী নয় দরজা,
তার ভিতরে মনি কোঠা,
কাজল কোঠায় সিদ কাটিয়ে
চোরে লিবে ধন।

কারে বলরে আপন।
খেজমত বলে ও পাগলা মন
মিছে ভাবো সব অকারণ
যেদিন ছেড়ে যাবে পবন
সেদিন কেহ নহে আপন।

  1. দেড়াক—পার্শী ‘দরখত’ শব্দের অপভ্রাংশ। দরখত অর্থে বৃক্ষ।
  2. Cp. Dim suffusion veiled' — Milton.