হারামণি/৫২
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৭০-৭১)
(পৃ. ৭০-৭১)
৫২
ও মন ধুলার ঘর বাতাসে যাবে
দেহের গুমান আর করো না।
দেহের গুমান করলে পরে,
পড়বি রে তুই বিষম ফ্যারে।
দেহের ওমান আর করো না॥
অশনিছিলি বোসে খা’লি
মহাজনের মাল ফুরালি,
হিসাব কালে লবে বুঝে
কোন শেষে জান যাবে ছাড়ে।
দেহের গুমান আর করো না।
ভাই বন্ধু ইষ্টি জনা
কেউ কারো সঙ্গে যাবে না
পথের সম্বল তাও লিলেনা
রাস্তায় যা’তে কষ্ট হবে।
দেহের ওমান আর করোনা।
খেজমত সাঁই ফকিরে বলে,
দিন গেল ভাই গোলেমালে,
আসবে শমন বাধবে কোষে
খালি হাতে যা’তে হবে।
দেলের ওমান আর করোনা।