হারামণি/৫৩
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৭১-৭২)
(পৃ. ৭১-৭২)
৫৩
কতজন ঘুর্ছে আশাতে।
সন্ধান পেলাম না তার জগতে।
কুড়ি চক্ষু, চৌদ্দ হস্ত,
তাই দেখে হ’য়েছি ব্যস্ত.
শুন্বার কারণ জিজ্ঞাসী তোরে।
মার্ফত যে জন হবে,
আমার কথার অর্থ ব’লে দিবে;
শু’নে দশের প্রাণ জুড়াবে,
দশম জনের সভাতে।
কতজন ঘুর্ছে আশাতে।
মক্কেল আল্লাহর খামেদ বারি
কুদরতে ক’রলেন তৈয়ারী,
পয়দা ক’রেছিলেন হাওয়াতে।
আমি শু’নেছি মুরশিদের বাণী,
খায়নি তারা দানা পানি;
কিঞ্চিৎ দানা তার নিশানা,
সবুজ রং তার গায়েতে।
কত জন ঘুর্ছে আশাতে।
এক ফেরেশ্তার তিন মাথা
বল তাহার মোকাম কোথা
থাকে কোন সহরে।
দেহের মধ্যে মাপা জোকা,
ফকির লালন কয়ে যায়।
কত জন ঘুর্ছে আশাতে।