হারামণি/৫৪
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৭২-৭৩)
(পৃ. ৭২-৭৩)
৫৪
আল্লায় মোরে স্মৃষ্টি করে দিছাল দুইনার পরে
ও তার নাম ধরি না, কাজ করি না।
কি ভাবে রইলেম বইসে
যখন তলব করবে মালেক সাঁই,
কি জওয়াৰ দিব তান গো ঠাঁই,
আমি বইসে ভাবি ভাই,—
যাইতে হ’বে সেই পথে।
ত্রিশ রোজা, পাঁচ ওক্ত নামাজ
পড় একিণে।
ও ভাই পড় একিণে।
মা বরকত দিল তরী,
রসুল হ’বে কাণ্ডারী,
সেদিন হ’ব ভবনদী পারি।
শুনিছিরে আলেমের মুখে
তুষ্ট এমাম গুণ টানে
আল্লার নামে তুলছি বাদাম,
যাব মোকামে।
ও ভাই যাব মোকামে।
দুইনায়র মায়ায় ভুলে রইলাম
ফেরেবের জালে।