হারামণি/৫৫
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৭৩-৭৪)
(পৃ. ৭৩-৭৪)
৫৫
পাগলা কানাই বলে ভাইরে ভাই
কত রঙ্গ দেখলাম এই ভাব এসে দু’চোখে।
ষত করিলাম দেব ধর্ম্ম সকলি ফাঁকি জুকি
একটু ভাল কইতে হল, সার কেবল আল্লারে ডাকি।
একজনা নারী অন্য পুরুষ
দু’জনারে এক কবরে মাটী দিয়ে থুইছিল
আমি শুনতে পাই মুরশিদের মুখে
জেন্দা তারে ছেলে হল,
ছেলে হলে শুন বলি তিন জন এই ভবেতে এল
শুনে প্রাণ কান্দে ডরে আমি কান্দি থরে থরে
জানিলাম আল্লার লীলাখেলা যা করে তাই পারে।
(তোমার) রাখ ইমান জুটল নারে পুছ কর আলেমের ঠাই
সত্য কি মিথ্যা বলে
তোমরা যেবা জান যেবা মান
সকলি আল্লাতালার ক্ষমতা
আল্লা শোকর মেরা দরগায় তেরা
দলীল কভু না হবে বৃথা।