একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৭৪-৭৫)
◄  ৫৫
৫৭  ►

৫৬

বুড়া বসে পাগলা কানাই এই ধূয়া বেধেছে ভাই
ধূওর নাম স্বর্গ পাতালে
(ওরে) ভাই সকলরে ধুওর বিচার করে কে?
ভবের পর এক সখ্‌স
পয়দা আল্লার পয়দিস নয়কো সে
আছমান আর জমিন না ছিল পবন পানি
ত্রিভুবন জুড়ে রয়েছে
পাগলা কানাই এর বাড়ী তার কাছে
মহম্মদের নয়কো উম্মত আদমের নয়কো বুনিয়াদ
ভবের পরে জুও-মুট খেলায়
ওরে ভাই সকলরে পাগলা কানাই কয়ে যায়
কত ফকির বোষ্টম আলেম
ফাজেল পড়ে গেছে তার ঠেলায়
গেল চারিটা কাল হয়ে হাল ছে বেহাল
কারো পরোকাল হল না পাগলা কানাই মিথ্যা কয় না।
শুন ভাই আমার ত বুদ্ধি জ্ঞান কিছু নাই
দশ দুনিয়া যেদিন পয়দা

সেই সখ্‌স সেই দিন পয়দা
বেদ পুরাণ খুজলে পাবা না
ওরে ভাই সকলরে তার সন্ধান করলে না
অসন্ধানে থাকলে পরে সে ত কারে ছাড়বে না;
যাবে বুদ্ধি সে হলে সব রসাতল
এক সখ্‌স বসে আছে গাছের তলায়