একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৭৫)
◄  ৫৬
৫৮  ►

৫৭

ও মন পারে যাবে কি ধরে!
চুলের সাকো তাতে হীরার ধার, হচ্ছে সে তুফানের পরে।
নজর আসবে না কোথায় দিবে পাও সেই পথেরে।
ইস্রাফিলের সিঙার রবে,
জমিন আসমান উড়ে যাবে,
নিরাকারে ভাস্‌বে রে ভাই কে কোথায়।
পাপী অধমেরা কি নিয়ে যাবে পারে পারের বেলায়।