হারামণি/৫৮
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৭৫)
(পৃ. ৭৫)
৫৮
ওরে নাগর কানাইরে,
বাড়ীর শোভা বাগবাগিচারে ঘরের শোভা ডোয়া।
নারীর শোভা সিঁতার সিঁদুর, গাঙের শোভা খ্যাওয়া।
আগে যদি জানতেম আমি রে প্রেমের এত জ্বালা,
ঘর করিতাম নদীর কূলে রহিতাম একেলা।