হারামণি/৫৯
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৭৫-৭৬)
(পৃ. ৭৫-৭৬)
৫৯
ডালিমের চারা দিয়া বিদেশেতে গেল পিয়ারে।
আমার এও ত ডালিম রসে হেলে পল রে,
যেন পথে বাঘের ভয়, সেইনা পথে বধু যায় রে,
কোনদিন যেন ধৰা খায় বনের বাঘে রে।
বঁধুর বাড়ী গঙ্গাপুর, গেলে মা আসিবে রে।
আমাব অজ্ঞান বঁধু না জানে সাঁতার রে।
বিধি যদি দিত পাখা, উড়ে যা’য়া করলাম দেখারে,
আমি উড়া যায় পরতেম বঁধুর পায়েরে।