হারামণি/৬০
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৭৬-৭৭)
(পৃ. ৭৬-৭৭)
৬০
মনের মানুষ অটলের ঘরে,
খুঁজে নেও তাঁরে,
নির্গুনেতে আছে মানুষ,
যোগেতে বারাম খেলে।
শুদ্ধ, শাস্ত, রসিক হ’লে
তবে অধর মানুষ মেলে,
রূপ নেহাবে গোল করিলে
এসে মানুষ যায় ফিরে।
কত জন পার হবে বলে’
বসে আছে নদীর কুলে,
হঠাৎ ক’রে নামতে গেলে
ধ’রে খায় কাম-কুম্ভীরে।
গোঁসাই নয়ন চাঁদের উক্তি
ভাবরে মন সেই প্রকৃতি,
তবে হবে ব্রজ প্রাপ্তি
ওরে চণ্ডী কই তোরে।