একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৭৭)
◄  ৬০
৬২  ►

৬১

মরি রাগে, অনুরাগের বাতি,
জ্বালগে নিজ ঘরে,
কোন ধামেতে আছে মানুষ,
চিনে নেওগে তারে।
মেরুদণ্ডের পূর্ব্বভাগে,
ধায় চন্দ্র দ্রুতবেগে,
ফুল-কুণ্ডলিনী সর্পের আকার
আছে সেই আসনের পরে'
সাধন ভজন বিহীন হ'লে,
যাবি যম ঘরে।
পূর্ব্বদ্বারে লাল চন্দ্র, দক্ষিণদ্বারে শ্বেতচন্দ্র,
দুই চন্দ্রে দীপ্তকায় কি করে?
তুই ভাব না জেনে বসে রইলি
মোহ-অন্ধকারে।