হারামণি/৬২
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৭৭-৭৮)
(পৃ. ৭৭-৭৮)
৬২
সাঁই দরবেশের কথা, একথা বলবো কারে?
শুনবে কেবে, কারে বলব কি!
পরকে বুঝাতে পারি নিজে বুঝি নি।
বলদ রলো গাভীর প্যাটে, লাঙল রলো হাটে
কিষাণের জন্ম না হতে পাহা গেল মাঠে।
‘আগ্নে’ গেল গড়গড়াতে সূর্য্য ম’ল দীপে
গঙ্গা ম’ল জল পিপাসায়, ব্রহ্মা ম’ল শীতে।
আমি একটা কথা শুন্যা আ’লেম ত্রিবেণীর ঘাটে
একটা ছেলে জন্ম হল তিন পোয়াতির প্যাটে।
রাজার বাড়ী চুরিরে পুষ্করিণীর পারে সিঁদ
জলের পর শয্যা পাড়্যা চোরা পাড়ে নিদ।