হারামণি/৫
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৩৫-৩৬)
(পৃ. ৩৫-৩৬)
৫
আমার এ ঘরখানায় কে বিরাজ করে।
তারে জনম ভ’রে একবার দেখ্লাম নারে!
নড়ে চড়ে ঈশান কোণে,
দেখ্তে পাইনে এ নয়নে,
হাতের কাছে তার,
ভাবের হাট বাজার,
ধরতে গেলে হাতে পাইনে তারে।
সবে কয় সে প্রাণ-পাখী,
শুনে চুপ চাপে থাকি,
জল কি হুতাশন, মাটী কি পবন,
কেউ বলে না একটা নির্ণয় করে।
আপন ঘরের খবর হয় না,
বাঞ্ছা করি পরকে চেনা,
লালন বলে পর, বল পরমেশ্বর,
সে কেমন রূপ, আমি কিরূপ ওরে।