একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৩৬)
◄  
  ►

আমার ঘরের চাবি পরেরই হাতে।
কেমনে খুলিয়ে সে ধন দেখ্‌ব চক্ষেতে।
আপন ঘরে বোঝাই সোনা,
পরে করে লেনা দেনা,
আমি হলেম জন্ম-কাণা না পাই দেখিতে।
রাজী হ’লে দরওয়ানি,
দ্বার ছাড়িয়ে দেবেন তিনি,
তারে বা কৈ চিনি শুনি বেড়াই কুপথে।
এই মানুষে আছে রে মন,
যারে বলে মানুষ-রতন,
লালন বলে পেয়ে সে ধন পারলাম না চিন্‌তে। 

 সংগ্রহকর্ত্তা— শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর