হারামণি/৭
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৩৭-৩৮)
(পৃ. ৩৭-৩৮)
৭
রূপের ঘরে অটল রূপ বিহারে
চেয়ে দেখনা তোরা।
ফণী-মনি জিনি, রূপের বাখানি
ও সে দুইরূপে আছে একরূপ হলকরা।
যে অটলরূপে সাঁই,
ভেবে দেখ তাই,
নিত্যলীলা কভু,
সেরূপের নাই।
যে জন পঞ্চতত্ত্বরসে,
লীলারূপে মজে
সে জানে কি অটল রূপ কি ধারা।
যে জন অনুরাগী হয়,
রাগের দেশে যায়,
রাগের তালা খুলে
সেরূপ দেখ্তে পায়।
মহারাগেরই কারণ
বিধি বিস্মরণ
আছে নিত্যলীলা উপর রাগ নিহারা।
ও সে রূপের দরজায়
শ্রীরূপ মহাশয়,
রূপের তালাচাবি,
তার হাতে সদা;
যে জন শ্রীরূপ গত হবে
তালা চাবি পাবে
ফকির লালন বলে অধর ধর হে তারা