একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৮০-৮১)
◄  ৬৩
৬৫  ►

৬৪

হাজার হাজার সেলাম জানাই মুরশিদ[১] তোমারে
ঐ যে মুরশিদ মালেক মওলা,[২]
আর জানে সেই রসুলোল্লা,
মাস্ত[৩] হ’ল জগতের হিল্লা,[৪]
চরণ দাও মোরে।
হাজার হাজার সেলাম জানাই মুরশিদ তোমারে।

এমাম হোসেন হজরৎ আলি,
তাদের চরণ আমরা নাহি ভুলি,
জেন্দেগি ভর্ দরুদ ভেজি
আমি তাদের পায়।
ওমা তোমার চরণ পাব বলে
ডাকছি দুই বাহু তুলে;
ওমা তবে কেন র’লি ভুলে,
এস এই সময়।

  1. মুরশিদ=পীর বা দীক্ষাগুরু।
  2. মওলা—প্রভু।
  3. মাস্ত=বেঠিক, গণ্ডগোল।
  4. হিল্লা=কায়দা কৌশল; বুদ্ধি জ্ঞান পীর সমীপে গোলমাল হইয়া যায়।