হারামণি/৭২/ক
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১০৯)
(পৃ. ১০৯)
পাবনা জিলার মেয়েলী গান
(ক)
ওপার দিয়া যায় কে ভোরে
ছাতি মোড়ে দিয়া
তোর না বিটিক্ মারত্যাছে
লোহার ডাঙ্গ দিয়া।
থাকো বিটি থাকো বিটি কিল গুড়ি খা’য়া;
আগুন মাসে নিমু তোমায়
কাঁচা ধান কাট্যা।
কাঁহ্যা ধান চুটুর মুটুর
ঢাঁপা ধানের খৈ;
লম্বা লম্বা সবরী কলা।
গোয়াল-মারা দৈ।