হারামণি/৭২/খ
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১০৯)
(পৃ. ১০৯)
(খ)
আলুর পাতা থালু থালু
ভ্যান্দার পাতা দৈ
সকল জামাই খায়্যা গ্যালো
মা’জল্যা জামাই কৈ?
আসত্যাছে আসত্যাছে শোলাবন দিয়া
শোলার শাক ভাজ্যা দিব
ঘেরতো মধু দিয়া
বা’র বাড়ী গুয়ার গাছ করড মরড় করে,
তারি তলে জামাই বসে অধিবাস করে।