একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১১১-১১২)
◄  ৭৫
৭৭  ►

(৭৬)

(গুরু)

ওরে হাজারী কয়, মায়ার ভু’লে
ও তোর সাধন হৈল না।
ও তোর সাধন হৈল না।
ও তোর ভজন হৈল না।
আরে হীরের দরে কিনলেম রে জিরে,
থাক্‌ মোনাফা আসল মিলে না।
অসময় ঘাটে গেলে নিতাই
পার তো করবে না।
নিতাই পার তো সরিবে না,

হায়রে নিতাই নৌকায় তুলবে না,
দিন যাবে মন, কাঁদবিরে বসে,
হায়রে তোমার কাঁদন কেউতো শুন্‌বে না।