একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১১২)
◄  ৭৬
৭৮  ►

(৭৭)

ডুবিল মোর মনের নৌকা রে!
কি-ও নৌকা ঠেকিল বালু চরে রে,
ডুবিল মোর মনের নৌকা রে।
ডুবঁ ডুবঁ[১] করিয়া নৌকা ঠেকিল বালুচরে,
ওরে; কে আছে আপনার জন, তুলিয়া লবে কোলে রে
ডুবিল মোর মনের নৌকা রে।
ওরে অখুটা[২] সিমিলার[৩] নৌকা দীঘল
সল্ সল্ করে,
পাপেতে হৈয়াছে ভারী রে
নৌকা শুকানেতে মরে রে
ওরে শাল বাড়ীয়া শালের নৌকা
গুড়া বা সারি সারি।
কাগা হৈল নার কাণ্ডারী
শগুন হৈল ব্যাপারী রে।
পাপে পুণে ভরিনু রে নৌকা
তরিয়া যাবার আশে।
পাপের নৌকা টল্‌মল্ টল্‌মল্
পুণের নৌকা ভাসে রে॥
ডুবিল মোর মনের মনের নৌকা রে।

  1. ডুবঁ ডুবঁ—ডুবু ডুবু।
  2. অখুটা—অকাঠ
  3. শিমিল—শিমুল তরুর।