একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১১৩-১১৪)
◄  ৭৮
৮০  ►

৭৯

প্রেমের ভাব কি সবাই জানে।
প্রেমের প্রেমিক সাধক যারা,
জীউতা মানুষ হয় গো মরা,
তাহার নাগাল পা’লে আমরা,
ভক্তি দিই তার প্রেম চরণে।

প্রেমের ঘরে প্রেমের আসন,
জানে শুনে কর সাধন,
অর্দ্ধচন্দ্র দিব্য দরশন,
দেখা পাবি যোগ সাধনে।
প্রেমের দেশে প্রেমের মানুষ,
জানে তারা আগম নিগম,
প্রেমুন (?) তারা রূপসনাতন,
ফকির হ’ল ভাই দুই জনে।
আজিম অতি মূঢ়মতি,
বাসনা তার প্রেমের ভক্তি,
নাইক রসের সাধন শক্তি
নীরসে রস হবে কেনে?