হারামণি/৮০
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১১৪-১১৫)
(পৃ. ১১৪-১১৫)
৮০
পিয়ারের খসম, খসম আমার আইলা ন।
কইয়া গেলে কাইলার হাটে যাই।
তিন দিন বাদে আসবে গো খসম আমার
মানুষের উদ্দেশ নাই।
কোন বাঘ ভালুকের দেশে বা গেলা
তুমি জান বাঁচাইতে পাল্লা না।
যখন আমার মন হয় উতালা
ঘরের পাশে কাঁদিগো বসে কদু গাছতলা,
ও আমার কদু গাছে ধরছে গো কদু
তুমি ছালুন চাইখা গেলে না।
যখন আমি গোছল করবার যাই,
আমার দুচোখ দিয়ে ঝরে গো পানি
আমার খসম বাড়ী নাই।
তোমার বিবিজানের বিচ্ছেদের ছুরত
তুমি আপন চক্ষে দেখলা না।