একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১১৫)
◄  ৮০
৮২  ►

৮১

প্রেমের মানুষ বিনে কে জানে
ও সে প্রেমে মত্ত হ’য়ে আছে গোপনে।
সে প্রেমের এমনি ধারা,
জানে প্রেমের রসিক যারা,
সে প্রেমে মজ্‌রে তোরা গোপনে।
প্রেমের বাকসোর মদ্দি মানুষ আছে একজনা,
চাবি ছোড়ানী নিয়ে গেলে কালের ভয় রবে না
কাসিম কয় এমনি হারা,
কঠিন সেই মানুষ তোলা,
সখা কর বারিতালা
সেই জানে মানুষ কোন খানে।