একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১১৭)
◄  ৮৩
৮৫  ►

৮৪

আছে পূর্ণিমার চাঁদ মেঘে ঢাকা।
চাঁদের নীচে বিন্দু সখা,
মেঘের আড়ে চাঁদ রয়েছে
মেঘ কেটে চাঁদ উদয় করা;
সেডা কেবল কথার কথা।
মদন বলে অন্ধিকারে
বন্দ হ’য়ে রলি একা,
যাহার আছে মুরশিদ সখা
সেই সে পাবে চাঁদের দেখা।