একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১১৭-১১৮)
◄  ৮৪
৮৬  ►

৮৫

ওকি সামান্যে তার মর্ম্ম পাওয়া যায়?
ওতার হৃদি কমলে উদয় হলে অজান খবর জানা যায়।
দুধে যেমন ননী থাকে,
ধরে খায় রাজ হংস হ’য়ে,
কারো মন যদি চায় সাধু হতে
ঐ সে রাজহংস সে কয়
ওকি সামান্যে তার মর্ম্ম পাওয়া যায়?
পাথরেতে অগ্নি থাকে,
বাইর কর‍্যা ন্যাও ঠুকনী ঠুকে,

বোকা লালন চাঁদ তাই কয়
সামান্যে কি তার মর্ম্ম পাওয়া যায়।