হারামণি/৯৩
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১২৮-১২৯)
(পৃ. ১২৮-১২৯)
৯৩
রাধার বারোমাসী
পীরিতি পীরিতি বিষম চরিতি রে
কে বলে পীরিতি ভাল,
ওরে কালিয়া সনে করিয়া প্রেম
আমার ভাবিতে জনম গেল।
সে বড় কালিয়া, না গেল বলিয়া
আর কতদিন রব আশে,
আমি ডাকিয়া ভাঙ্গিলাম রসের গলারে
আরে তবু না পালাম মন রে।
ওরে রাধানাম পর কি আপন হয়।
বঁধুর বাড়ী ফুলের বাগিচারে
তাহার উপরে ফুল,
কত গুঞ্জরে ভ্রমরা
রাধিকা মজাল কুল।
আঙ্গুল কাটিয়া কলম বানালাম রে
নয়নে পাড়িলাম কালি।
আমি হৃদয় চিরিয়া লেখন লিখিয়া
পাঠালাম বন্ধুর বাড়ী।
সাগর সে চিলাম ধিয়ের[১] পাতিলাম
মাণিক পাবার আশে,
সাগর শুকাল মানিক লুকাল
আপনার-কর্ম্ম দোষে।
আরে ঘষির আগুনে তুষের ধুঁয়ায়
জ্বলে জ্বলে মরি,
আমি এত না করিয়া যোগা’লাম মনরে
তবু না পা’লাম মন রে।
ー তামাম শুদ ー
- ↑ ধিয়ের—মৎস্য ধরিবার এক প্রকার যন্ত্র।