হিতদীপ/আত্ম-গুণ-প্রশংসা
< হিতদীপ
(পৃ. ২৮-২৯)
আত্ম-গুণ-প্রশংসা।
কুসুম সৌরভ কভু কুসুমে না বলে,
সরসী বিমল কভু বলে নিজ জলে?
নিজ রূপ অপরূপ বলে কি কখন
চপলা-শোভন ঘন চারু-দরশন?
সুধাময় সুধাকর-কিরণ-নিকর,
নিশানাথ বলে কারে ভুবন ভিতর?
তথাপি তাদের গুণ বিদিত কে নয়?
প্রকাশ গুণের গুণ জানিবে নিশ্চয়।
তাই বলি শিশুগণ! যদি গুণ রয়
আপনি প্রকাশ পাবে, হবে মহীময়,
স্বগুণ প্রকাশ করি আপন-বদনে
গরবে মলিন কভু করোনা জীবনে।