হিতদীপ/জনক
< হিতদীপ
(পৃ. ৫-৬)
জনক।
কে তব পালন তরে, করে অনুক্ষণ
শোণিতে সলিল করি ধন উপার্জ্জন?
বিদেশে স্বদেশ সম করে বিচরণ
বিয়োগ-রোগের ভয় না করি কখন?
কে তব মানস-ভূমি (হেরি সুসময়),
কর্ষণে কণ্টক নাশি করে শোভাময়?
তাহে উপদেশ-বীজ করিয়া বপন
সুফলের আশে কে বা করয়ে যতন?
তাহাতে অঙ্কুর মরি হেরি কোন্ জন
আনন্দ-নীরধি-নীরে হয় সুমগন?
তামস-নিস্তার তরে মানস-ভবনে
কে জ্বালয়ে জ্ঞান দীপ শৈশব-যৌবনে?
কাহার প্রসাদে তুমি হেরিলে অবনী,
যাহাতে অতুল শোভা দিবস-রজনী?
কোন্ জন রাখে তব জীবন-তপনে
তপন-তনয়-রাহু হতে অনুক্ষণে?
নিখিল পুরুষ হতে ভকতি-ভাজন
পূজনীয় হয় সদা তব কোন্ জন?
জান কি তাঁহারে তুমি চপল-হৃদয়!
সে জন জনক তব আর কেহ নয়।
যদি নরাকার পশু নামে কর ভয়,
যদি সুখ-শান্তি-আশা তব মনে রয়,
যদি প্রতি উপকার করণীয় জান,
পরম ধরম যদি ভকতিরে মান,
তাহলে সতত রত হও এক মনে
নিখিল পুরুষ-গুরু পিতার সেবনে।